২০২৫-২৬ অর্থবছরে ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার (৬ আগস্ট) নগর ভবন মিলনায়তনে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন।
নতুন অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা । সেখানে মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ৪৬৯ কোটি টাকা। এছাড়া, সরকারি ও বিশেষ বরাদ্দ থেকে আয় ১২৭ কোটি এবং অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা ধরা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬৩৫.৩৩ কোটি টাকা। এছাড়া নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা। পাশাপাশি সরকারি ও বৈদেশিক সহায়ক উন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয় ১৪৬৯ কোটি ২৪ লাখ টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ কোটি ১৬ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা।
এর আগে, ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলো ডিএসসিসি। যা পরবর্তীতে ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ২৬৬৭ কোটি ৫৯ লাখ টাকা দেখানো হয় ।
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, নতুন অর্থবছরে মশা নিধনে ৪৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে ডিএসসিসি। চলতি অর্থবছরে মশা নিধনে ফগার, হুইল ও স্প্রে মেশিন বাবদ আরো দেড় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।