কিশোর হত্যাচেষ্টা মামলা: আওয়ামী লীগ নেতা খাইরুল রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন কিশোর আব্দুল বাতেন নিলয় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বিমানবন্দর থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খাইরুল কবির খান ওরফে সাগর ওরফে আঙ্গুল কাটা সাগরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম।
আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখান থানার মোল্লার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকায় আন্দোলনে অংশ নেন কিশোর আব্দুল বাতেন নিলয় (১৭)। ওইদিন আসামিদের ছোঁড়া গুলি নিলয়ের বাম পা ভেদ করে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় নিলয়ের মামা উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় খায়রুল কবির এজাহারনামীয় ৮ নাম্বার আসামি।