বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পরেই তিনি উঠে বক্তব্য দিতে শুরু করেন। এরপর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে মঞ্চে বসে থেকে বক্তব্য দেন। অবশ্য সে সময় চিকিৎসক তাকে বক্তব্য চালিয়ে না যাওয়ার পরামর্শ দেন।
এর কিছুক্ষণ পর তিনি বক্তব্য শেষ করেন। পরে দলের অন্যান্য নেতারা তাকে মঞ্চ থেকে নামতে সাহায্য করেন। পরে তিনি সমাবেশে জামায়াত সমর্থকদের বিদায় জানান।
সেখান থেকে জামায়াত আমিরকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আজ দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ডা. শফিকুর।
দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই উদ্যানে জড়ো হতে শুরু করেন জামায়াতের নেতা-কর্মীরা। আজ ভোর থেকেই রাজধানীতে ঢল নামে দলটির নেতা-কর্মীদের।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে এসে মিছিল সহকারে নেতা-কর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজার হাজার নেতা-কর্মী, অনেকের হাতে দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা দেখা গেছে।