নির্বাচন কমিশনের কাজ গেজেট প্রকাশ করা পর্যন্ত: ইশরাকের শপথ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা পর্যন্ত বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, 'আমরা ইসির পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি, ইসির কাজ হচ্ছে গেজেট প্রকাশ করা পর্যন্ত, আর শপথের ব্যাপারটি স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা পরিরচালনা করবে।'
বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর ইশরাক হোসেনের শপথ পড়ানো সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, 'আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।'
তিনি আরও বলেন, 'এখন আর কোনো (স্থানীয় সরকার মন্ত্রণালয়কে) চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না।'
এই নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগ পর্যবেক্ষণসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে রায় দিয়েছেন, তা কমিশন সভায় বিশদে আলোচনা হয়েছে।
'আপিল বিভাগ এখানে আমাদের ইসির স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স এস্টাবলিশ করেছেন। এবং এখানে পাঁচটি ডিএলআর-এর রেফারেন্স দিয়েছেন। আমরা ডিএলআরের রেফারেন্স দেখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বনাম নির্বাচন কমিশনের একটা ডিএলআরের একটি রেফারেন্স। আরেকটি হচ্ছে মাহমুদুল হক বনাম এনায়েত উল্লাহ ডিএলআরের রেফারেন্স দেওয়া হয়েছে। এই ডিএলআরের রেফারেন্সগুলোতে যেটা বলা আছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় ফলাফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমে। এজন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে। এবং গেজেট যেহেতু বহাল আছে, তাই নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে,' বলেন তিনি।