রায়ের কপি হাতে পাওয়ার পর ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: সিইসি

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার (২৯ মে) বিকালেই বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ঘণ্টা তিনেক 'রুদ্ধদ্বার' বৈঠক করেন।
এই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমরা আপিল বিভাগের কোনো রায় এখনও [হাতে] পাইনি। রায় [কপি] পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।'
এসময় গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
১ জুন বর্তমান দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়াদ উত্তীর্ণ হবে।