১১- ১২ জুন ঈদুল আজহার ছুটি ঘোষণা, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের ছুটি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটি হলেও ১৭ মে ও ২৪ মে শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো।
সরকারি আদেশ অনুযায়ী, ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
বলা হয়েছে, ছুটির সময়েও জরুরি পরিষেবাসমূহ যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পয়ঃনিষ্কাশন, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগের সেবা এবং এসব পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন।
হাসপাতাল ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটি আদেশের আওতার বাইরে থাকবেন।
এতে আরও বলা হয়েছে, চিকিৎসা সেবাদানে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহনও ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি দায়িত্বে নিযুক্ত অফিসগুলোও এই ছুটির আওতায় পড়বে না।
এই সময়ে ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করবে। আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট।