দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড, চলতি বছর ১৮ বারের মতো বাড়ল দাম

চলতি বছর মাত্র চার মাসের মধ্যে ১৮ বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ আজ সোমবার (২১ এপ্রিল) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। ফলে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।
এবার ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৭১২ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। পরদিন রোববার অর্থাৎ গতকাল (২০ এপ্রিল) থেকে তা কার্যকর হয়। শনিবার ঘোষিত দাম অনুযায়ী গতকাল দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।
এর একদিন পর আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত বাজুস ১৮ বার সোনার দাম বাড়িয়েছে এবং কমিয়েছে ৬ বার।
দেশের বাজারে সোনার মূল্য আগেই বিশ্ববাজারের মূল্যকে ছাড়িয়ে গেছে। তারপরও বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে বাজুস সোনার দাম বাড়িয়েই চলছে। তবে আন্তর্জাতিক বাজারের পূর্বাভাসের তুলনায় বাজুসের মূল্য বৃদ্ধির হার অনেক বেশি।
বাজুস ব্যবসায়ীদের এও জানিয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী সোনা ও রূপার বিক্রয়মূল্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকতে হবে এবং শ্রমিকদের জন্য বাজুস কর্তৃক নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরিও অন্তর্ভুক্ত থাকতে হবে।
সে হিসাবে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন প্রায় ১ লাখ ৯১ হাজার ৫৪৫ টাকা, যা দেশের ইতিহাসে রেকর্ড।
সোনার দাম দিন দিন ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই বিশেষ করে মধ্যম আয়ের মানুষেরা বিকল্প ধাতুর দিকে ঝুঁকছে।
আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন দাম অনুযায়ী হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতনী পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৭৭৯ টাকা।
আজ সোমবার ২২ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতনী পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।