গাজীপুরে সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরে সাফারি পার্ক থেকে একসঙ্গে তিনটি লেমুর চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২)।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুরের সদর থানার দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামবাজার থেকে একটি পুরুষ লেমুর উদ্ধার করা হয়েছে।
গত ২৩ মার্চ রাতে সাফারি পার্কের লামচিতা ঘর-১ নামক বেষ্টনীর জাল কেটে দুটি পুরুষ লেমুর ও একটি স্ত্রী লেমুর চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাফারী পার্ক কর্তৃপক্ষ গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করে।
পরে ডিএমপির গোয়েন্দা পুলিশ সরকারি অন্যান্য দপ্তরের তথ্য-উপাত্তের সহযোগিতায় গতকাল জামালপুরের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।