বিভিন্ন জাতিগোষ্ঠীকে সামনে রেখে হবে বৈশাখী শোভাযাত্রা: আসিফ নজরুল

দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে সামনে রেখে এবার ঢাকায় বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয় মাঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মিলনমেলা ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণকে সামনের সারিতে রেখে এবার ঢাকায় বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করা হবে।'
প্রতিটি জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস জানিয়ে তিনি বলেন, 'বর্তমান সরকার সব জনগোষ্ঠীকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায়।'
এ টুর্নামেন্টে ৩৭টি তঞ্চঙ্গ্যা দল অংশ নিয়েছে বলে আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসারসহ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নেতারা।