চট্টগ্রামে রেলের ধর্মীয় স্থাপনা রক্ষায় উপদেষ্টার কাছে স্মারকলিপি

চট্টগ্রামের বন্দর থানার হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকার শতবর্ষী মসজিদ, কবরস্থান, মাজার ও শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন রক্ষায় এবং জনস্বার্থবিরোধী লিজ বাতিলের দাবিতে রেল উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর সিআরবি ভবনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, লিজপ্রাপ্ত জমির মধ্যে কীভাবে ধর্মীয় স্থাপনাগুলো অন্তর্ভুক্ত হলো।
বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, রেলের কবরস্থান, মসজিদ ও মাজার রক্ষা করা হবে।
স্মারকলিপিতে বলা হয়, সিজিপিওয়াই রেলইয়ার্ড দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রেলওয়ের বিভিন্ন শাখার প্রায় এক হাজার পরিবারের বসবাস। স্বাধীনতার পর এতদিনেও ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণে কোনো সরকারি উদ্যোগ না থাকায় রেলকর্মীরা নিজেদের অর্থ ও শ্রমে গড়ে তোলেন মসজিদ, কবরস্থান ও মিলনায়তন। শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন নির্মিত হয় কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত সরকারি অর্থে।
রেল কর্মকর্তা ও কর্মচারীরা জানান, রমজান মাসে কবরস্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। এতে রেলকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানে মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর রাজু, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিজিপিওয়াই ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাজকল্যাণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।