সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে, এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে: আমীর খসরু

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে, এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, 'গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং, আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে।'
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ' বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন' -থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে একুশ বছর আগে, ৭ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে এখন বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা।'
বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, 'একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভাল হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।'