বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ (৯ এপ্রিল) শুরু হয়েছে চারদিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'-এর তৃতীয় দিনের মূল অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে এতে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ৭ এপ্রিল শুরু হওয়া এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর থেকে তিন থেকে চারটি সেশন সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি সেশনে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
আজকের আলোচনার মূল বিষয় ছিল 'রিনিউবেল এনার্জি: আনলকিং বাংলাদেশ'স পটেনশিয়াল ফর এ গ্রিন এনার্জি ট্রানজিশন'।
সেশনে বক্তারা বলেন, সবুজ জ্বালানির দিকে বাংলাদেশ যত দ্রুত এগোবে, দেশের টেকসই উন্নয়নের পথ ততটাই সুগম হবে।
চার দিনব্যাপী এ সম্মেলনে পাঁচটি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা হচ্ছে। খাতগুলো হলো— নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও অ্যাপারেল, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ।