বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ 'বিবেচনাধীন': জয়শঙ্কর

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ 'বিবেচনাধীন রয়েছে' বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে ভারতের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার' বিষয়টি উত্থাপন করেন এবং জানতে চান, এ বিষয়ে ভারত কী পদক্ষেপ নিচ্ছে। জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হামলাগুলো 'সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।
এ বৈঠকে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তবে পাকিস্তান ও চীনের বিষয়ে পরবর্তী সময়ে কথা বলবেন বলে জানান জয়শঙ্কর।
বৈঠকে তিনি আরও বলেন, পাকিস্তানের নীতির কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাই ভারত এখন বিমসটেককে (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে।
জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে বৈঠকে তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। এছাড়া, আগামী মাসে মোদির শ্রীলঙ্কা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জয়শঙ্কর।
বৈঠকে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠক হবে কি না, তা এখনো 'বিবেচনাধীন' রয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে বলে ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি এএনআইকে বলেন, 'বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।'
সংসদীয় প্যানেলের বৈঠকে কংগ্রেস নেতা কে.সি. বেণুগোপাল, মণীশ তিওয়ারি, শিবসেনা-উবিটি'র প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং মুকুল ওয়াসনিকসহ কয়েকজন এমপি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জয়শঙ্কর জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, দক্ষিণ ভারতীয় কয়েকজন সংসদ সদস্য শ্রীলঙ্কার সঙ্গে জেলেদের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি, পাকিস্তান ও মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক পাচারের বিষয়টি নিয়েও আলোচনা হয়। জয়শঙ্কর জানান, সরকার এসব বিষয়ে সচেতন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
4o