চুয়াডাঙ্গায় টেঁটাবিদ্ধ করে মেছোবিড়াল হত্যায় গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টেঁটাবিদ্ধ করে মেছোবিড়াল হত্যার ঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দর্শনা থানা পুলিশ উপজেলার ধান্যঘরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আলমগীর ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাকি দুজন পালাতক রয়েছে। তারা হলেন একই গ্রামের মো. মিন্টু ও সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। সেখানে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত রয়েছে। বেশ কয়েক দিন আগে তিনি বাড়ির পাশে একটি মেছোবিড়াল দেখতে পান। মেছোবিড়াল হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে আলমগীর বাড়িতে ও ধানক্ষেতে পাহারা বসান। গতকাল শুক্রবার দুপুরে টেঁটা নিয়ে ধানক্ষেতের ভেতরে লুকিয়ে ছিলেন আলমগীর। মেছোবিড়ালটি ধানক্ষেতে গেলে এটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির শাস্তির দাবি ওঠে।
দামুড়হুদা উপজেলা কর্মকর্তা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, টেঁটাবিদ্ধ করে বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়াল হত্যা করা হয়েছে। মেছোবিড়ালটি উদ্ধারের পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এটিকে একটি মাঠে মাটি চাপা দেওয়া হয়েছে।
এ ঘটনায় দর্শনা থানায় বন্যপ্রাণী আইনে একটি মামলা করেছে বন বিভাগ।
দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, মেছোবিড়াল হত্যার ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি দুজন পলাতক রয়েছে। আলমগীরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হবে।