বনানীতে উল্টোপথে যাওয়া চালককে মারধর, গাড়ি ভাঙচুর

রাজধানীর বনানী-১১ নম্বরে আজ (৬ মার্চ) সন্ধ্যায় উল্টোপথে গাড়ি চালানো এক ব্যক্তি জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, 'উল্টোদিক থেকে একটি গাড়ি আমাদের দিকে ছুটে আসছিল। উত্তেজিত জনতা চালককে ধাওয়া করে, তারা ওই গাড়িটি ভাঙচুর করে। আমার গাড়িটিও [এ ঘটনায়] ক্ষতিগ্রস্ত হয়েছে।'
তিনি আরও বলেন, 'পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে বনানী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।'
এ বিষয়ে মন্তব্যের জন্য বনানী থানা ও গুলশান বিভাগের ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।
সোহেল আরও বলেন, 'আমি জনতাকে ভাঙচুর ও অন্য গাড়ির চালককে মারধর করা থেকে বিরত রাখতে চেয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি।'
তিনি বলেন, 'ওই ব্যক্তিকে (চালক) শনাক্ত করতে পারলে তার বিরুদ্ধে মামলা করব।'
এদিকে, কেউ কেউ বলেছেন উল্টোপথে যাওয়া বেপরোয়া ওই চালক আসলে গাড়িটি চুরি করে এনেছে।