১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ
১৩ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

ফাইল ছবি
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (২৭ এপ্রিল) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
আগামী ১৯ জুন বাংলা প্রথম পত্র (১০১) এবং ও সহজ বাংলা প্রথম পত্র (১০৩) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা।
১৩ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।
২০ জুলাইয়ের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে।