দেশের ধনীরা যাকাত দিলে বছরে ১ লাখ কোটি টাকা আদায় সম্ভব: ধর্ম উপদেষ্টা

দেশের সব ধনী যদি যথাযথভাবে যাকাত দেন, তাহলে বছরে এক লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি সঠিকভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বিতরণ করা যায়, তাহলে আগামী ১০ বছরে দেশে গরিব বলে কেউ থাকবে না।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, তাদের বিচার হওয়া উচিত—সেই ব্যক্তি যেই হোক না কেন।
সরকারি প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কীভাবে একটি বালিশের দাম ২ হাজার ৪০০ টাকা হয়? কীভাবে একটি বিছানার চাদরের দাম ৫৬ হাজার টাকা হয়?
উন্নত বিশ্বের দেশগুলোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'সেসব দেশে মানুষের সম্পদ পড়ে থাকলেও কেউ অপরের অর্থ নিয়ে যায় না। তবে আমাদের বাংলাদেশের চিত্র পুরোপুরি ভিন্ন। সবার আগে আমাদের মাইন্ডসেট বদলানো প্রয়োজন।'
'টাকা বানানোর মানসিকতা পরিবর্তন করতে হবে। কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে ডাল-ভাত খাওয়াও ভালো', বলেন তিনি।
রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীদের পণ্যের দাম সহনীয় রাখারও আহ্বান জানান তিনি।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সুদ ও ঘুষমুক্ত জীবনযাপনের জন্য সচেষ্ট হোন।'