দণ্ডিত তারেক, জোবায়দাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করবে সরকার।
আজ বুধবার (২ আগস্ট) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর এদিন সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব, সে চেষ্টা সরকার অবশ্যই করবে'।
এদিকে বিএনপির আইনজীবীরা এ রায়কে ফরমায়েশি বলে উল্লেখ করেছেন।
মন্ত্রী বলেন, 'আমি মনে করি, বাংলাদেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন। রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পুত্র যদি এ রকম দুর্নীতি করে, আমার তো মনে হয় অবশ্যই সেখানে সাজা দেওয়টাই উচিত। এই মামলায় বিচার করার দায়িত্ব আদালতের ছিল, সেই দায়িত্ব আদালত সম্পন্ন করেছেন।'
বিএনপির 'ফরমায়েশি রায়' এর অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলাটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর। সে সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সাথে তাদেরই নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানের যথেষ্ট সখ্য ছিল, সেটা সম্বন্ধে আমার কিছু বলার নেই, আপনারাই জানেন। তারাই এই দুর্নীতি মামলা দায়ের করেছে।
'হাইকোর্ট যখন সেটা নাকচ করে দিলেন, এরপর আপিল বিভাগে গেছেন ওনারা। আপিল বিভাগ নাকচ করার পরে এই দায়িত্ব বর্তায় বিচারিক আদালতে। এখানে তারা যদি বলেন ফরমায়েশি তাহলে আইন সম্বন্ধে তাদের সম্যক ধারণা আছে কিনা আমার সন্দেহ। ইতোমধ্যেই তারেক রহমানকে চারটি মামলায় দোষী সাব্যস্ত করা করা হয়েছে, তাই নতুন করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কিছুই নেই'- বলেন আইনমন্ত্রী।