আজ ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শনিবার (৩ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সরবরাহ পাইপলাইনে জরুরি কাজের কারণে রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট, নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ এবং মগবাজার টিএনটি কলোনি এলাকা।
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকতে পারে।
