পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দিতে এসএসসি পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছে ডিএমপি

ঢাকার বর্তমান যানজট পরিস্থিতিতে যানবাহন চলাচল ধীরগতির হয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, "গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি এবং বিভিন্ন সড়কে চলমান নির্মাণকাজের জন্য বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচল খুবই ধীরগতির হয়ে গেছে।"
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
সচিবালয়ে জাতীয় মনিটরিং অ্যান্ড ল অ্যান্ড অর্ডার কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, যানজট বিবেচনায় এ বছর সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকার যাত্রীরা।
গত ১৩ সেপ্টেম্বর ঢাকার যাত্রী, বিশেষ করে অফিসগামী এবং শিক্ষার্থীদেরকে শহর জুড়ে তীব্র যানজটের মধ্যে পড়তে হয়। অবিরাম বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহনের ভেতরই বসে থাকতে হয় অনেককে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দৈনিক বুলেটিনে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানায় তারা।
এ বছর এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট- দুই ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে বলা হয়েছে এবং পরীক্ষার সচিব ছাড়া কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না।
পরীক্ষা শেষ হবে ১৮ অক্টোবর।
এই বছর, ২০,২১,৮৬৮ শিক্ষার্থী এসএসসি এবং এর সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে; গত বছর এই সংখ্যা ছিল ২২,৪৩,২৫৪। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২,২১,৩৮৬ জন কম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫,৯৯,৭১১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২,৬৮,৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তিমূলক পরীক্ষায় ১,৫৩,৬৬২ জন অংশগ্রহণ করবে বলে জানান মন্ত্রী।
সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় ৩,৭৯০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
সাধারণত, এসএসসি এবং এর সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়, তবে এই বছর কোভিড -১৯ মহামারির কারণে তা প্রায় চার মাস পিছিয়ে দেয় সরকার।
পরে ১৯ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে ১৭ জুন তা স্থগিত করা হয়।