ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪, আহত ১০

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বালু বোঝাই ট্রাককে বাস ধাক্কা দিলে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
শনিবার সকালে মির্জাপুর উপজেলার দুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে ওই বাসের চার যাত্রী নিহত ও ১০ জন আহত হয়।
নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি এখনো।
স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বালু বোঝাই ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, ঘটনাস্থল থেকে তিনজমের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন হাসপাতালে মারা গেছে।
"দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
"ওই যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক," বলেন ওসি মোল্লা টুটুল।