নৌ ধর্মঘট প্রত্যাহার

খাদ্যভাতা-সহ ১১ দফা দাবিতে গত ১৯ অক্টোবর মধ্যরাত থেকে চলমান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকরা।
আজ বৃহষ্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষ খাদ্যভাতা দিতে রাজী হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিক নেতারা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেড়ারেশনের যুগ্ম সম্পাদক মো: খোরশেদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিন্ধান্ত নেন। মালিকপক্ষ খাদ্যভাতা প্রদানে রাজী হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গত ১৯ অক্টোবর মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের খাদ্যভাতা, স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম, নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবিতে ধর্মঘট কর্মসূচীর ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।
ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি পালন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে সরাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে বন্ধ হয় বড় জাহাজ থেকে পণ্য খালাস।
আজ ধর্মঘট প্রত্যাহারের মাধ্যমে নৌপথে পণ্য পরিবহনে টানা ৪ দিনের অচলাবস্থার অবসান হলো।