দেশব্যাপী চলমান লকডাউন বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় দেশব্যাপী চলমান কঠোর লকডাউন আরও ৫ দিন বাড়ানো হয়েছে; জারি থাকবে ১০ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল পুনরায় খুলে দেওয়া হবে।
আজ (মঙ্গলবার) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই দেশব্যাপী ১৪ দিনের লকডাউন জারি করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২১ হাজার ছাড়িয়েছে; অন্যদিকে, ১২,৮০,৩১৭ জনের শরীরে শনাক্ত হয়েছে মারাত্মক এই ভাইরাস।