ক্লাস শুরু করতে ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল প্রস্তুত রাখতে নির্দেশনা শীঘ্রই

প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সারাদেশের স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় চালুর জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখতে চিঠি দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ওই চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে আরো উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পুনরায় স্কুল খোলার তারিখ জানাবেন শিক্ষামন্ত্রী।
প্রাথমিকভাবে চতুর্থ শ্রেণি, পঞ্চম শ্রেণি, দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে।