করোনা মোকাবিলায় প্রয়োজনে কিছু জায়গা বন্ধ করে দেওয়া হবে: কাদের

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া প্রয়োজনে বাস চলাচলও বন্ধ করা হবে।
বুধবার সকালে মন্ত্রণালয়ে করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কিটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। সবার অভিন্ন শত্রু হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করা হবে।
এ নিয়ে রাজনীতি না করে করোনা মোকাবিলায় এগিয়ে আসার জন্য সব দলের প্রতিও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৯৮৮ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৮ জন।
ওয়ার্ল্ডোমিটারসের লাইভ তথ্যমতে, এ পর্যন্ত প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠেছেন ৮২ হাজার ৭৭৯ জন। তবে এ সবই অফিসিয়াল তথ্য। প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে এর উৎপত্তিস্থল চীনে। দেশটিতে এ পর্যন্ত ৮০ হাজার ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ হাজার ২৩৭ জন মারা গেছেন।