ছবির গল্প: ওয়েলসের রাস্তা ছাগলের দখলে
লকডাউনের সময় রাস্তাঘাট খালি থাকায় শহরটির রাস্তায় ছাগলগুলোকে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
গতকাল থেকে আবারও ব্রিটেনের ওয়েলসের ল্যান্ডডুডনোর রাস্তায় ছাগলের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই সমুদ্র তীরবর্তী শহরটিতে কাশ্মীরি ছাগলের এ জাতটির বিচরণ দেখা গেছে বেশ কয়েকবার। লকডাউনের সময় রাস্তাঘাট খালি থাকায় শহরটির রাস্তায় ছাগলগুলোকে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

ব্রিটেনের ওয়েলসের ল্যান্ডডুডনোতে ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন পথচারী, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

ব্রিটেনের ওয়েলসের ল্যান্ডডুডনোতে ঘাসের উপর বিশ্রামরত ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ব্যক্তি, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

রাস্তায় ছাগলের অবাধ বিচরণ, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

ল্যান্ডডুডনোর রাস্তায় ছাগলের অবাধ বিচরণ, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

ল্যান্ডডুডনোর বাড়িগুলোর পাশে ঘাসে বিশ্রামরত ছাগল, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

ল্যান্ডডুডনোতে একটি রাস্তা পার হচ্ছে চারটি ছাগল, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

ঘাসে বিশ্রামরত ছাগলের ছবি তুলছেন এক তরুণী, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

একটি ভবনের পেছন থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে একটি ছাগল, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন

শহরটির ফুটপাতে জড়ো হয়ে আছে একপাল ছাগল, ২২ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স/ কার্ল রেসিন