৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডারে আরও ১১৩ নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৫ জনকে প্রথম শ্রেণি এবং ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে।
বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় তাদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৩৭তম বিসিএস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২,২৬২ প্রার্থীর মধ্য থেকে এ যাবত প্রথম শ্রেণিতে (নবম গ্রেড) ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) ৯৮ জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।
৩৮তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার আলোকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আরও সুপারিশ করা হবে বলে পিএসসি জানিয়েছে।