অফিসার নেবে আইএফআইসি ব্যাংক
ট্রানজেকশন সার্ভিস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
যোগ্যতা
কমপক্ষে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ৫ অক্টোবর ২০২০ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। কম্পিউটারে পারদর্শীতা, চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দেশের যেকোন প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
প্রবেশনকালীন মাসিক সর্বসাকুল্যে ২৮,৩৭০ টাকা বেতন দেয়া হবে। এক বছর প্রবেশন মেয়াদ শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে পদায়ন এবং মাসিক ৩৫,৯৯০ টাকা বেতন এবং নিয়মানুযায়ী সুবিধাদি দেয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহীদের অনলাইনে আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের career.ificbankbd.com মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত।
