সাকিবকে তিন ফরম্যাটে রেখে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, সৌম্য-শামীম বাদ

সাকিব আল হাসান সেভাবে টেস্ট খেলতে চান না; গত বছর জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টেস্টে সাকিবের উপস্থিতিও তাই বলে। বাংলাদেশের সর্বশেষ ৯ টেস্টে মাত্র ৩টিতে খেলেছেন তিনি। এবারের দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন না বাঁহাতি এই অলরাউন্ডার। তবে এসবের কোনো প্রভাব পড়েনি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। তাকে তিন ফরম্যাটে রেখেই বৃহস্পতিবার নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিবি।
গত বছরের সেপ্টেম্বর দেওয়া চুক্তিতে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল। এবার তিনজন কমিয়ে সংখ্যাটা ২১ করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি ও শামীম হোসেন পাটোয়ারী। নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বিকে।
আগের চুক্তিতে শুধু টি-টোয়েন্টিতে ছিলেন সৌম্য ও শামীম পাটোয়ারী । সাইফউদ্দিন ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। রাহি ও সাইফ হাসানকে রাখা হয়েছিল টেস্টে।
এবারের চুক্তিতে টেস্টে আছেন সাতজন, টি-টোয়েন্টিতে চারজন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনজন ক্রিকেটার আছেন। টেস্ট ও ওয়ানডেতে আছেন দুই ক্রিকেটার। তিন ফরম্যাটে আছেন পাঁচ ক্রিকেটার, তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
চুক্তিতে আছেন যারা:
তিন সংস্করণে: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডেতে: তামিম ইকবাল খান ও মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে: মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন।
শুধু টেস্টে: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়।
শুধু টি-টোয়েন্টিতে: নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।