'বেনজেমাকে দলে না চাওয়ার অভিযোগ হাস্যকর'

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ইতিহাস গড়া থেকে বঞ্চিত হয়েছে ফ্রান্স। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি ছিলো লে ব্লজুদের সামনে। মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে সেই স্বপ্ন আর পূরণ হয়নি দিদিয়ের দেশমের দলের।
করিম বেনজেমা দলে থাকলে ফ্রান্স বিশ্বকাপ জিততে পারতো কিনা সেটি তর্কযোগ্য বিষয়। কিন্তু বেনজেমাকে নিয়ে যে নাটক রচিত হলো ফ্রান্স দলে, এর পেছনে হুগো লরিস কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ। সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ফরাসি অধিনায়ক অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগটি।
ফ্রান্সের বিশ্বকাপ দলে শুরুতে ছিলেন করিম বেনজেমা। ২০২২ ব্যালন ডি'অর জেতা খেলোয়াড় ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রও ছিলেন। যদিও কিছুটা চোট নিয়েই কাতারে গিয়েছিলেন বেনজেমা। সেটিই প্রকট আকার ধারণ করায় দল ছেড়ে আসতে হয় তাকে। যদিও বেনজেমার বদলে অন্য কাউকে নেননি দেশম, কারণ বেনজেমা যেন চোট সারিয়ে পরবর্তী পর্বের ম্যাচগুলোতে যোগ দিতে পারেন।
সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত আর ফেরা হয়নি বেনজেমার। বিশ্বকাপ শেষ হওয়ার পর তো তিনি জাতীয় দল থেকে অবসরই নিয়ে নিয়েছেন। বেনজেমার এজেন্ট দাবি করেছেন, চোট সেরে যাওয়া সত্ত্বেও বেনজেমাকে দলে নিতে চাননি ফ্রান্সের কেউ কেউ।
মূল অভিযোগের তীরটা ঠেকেছে ফ্রান্স অধিনায়ক হুগো লরিসের দিকে, যিনি হেসেই উড়িয়ে দিয়েছেন এটি, 'অভিযোগটি মিথ্যা এবং খুবই হাস্যকর। করিম আমাদের সেরা খেলোয়াড়, তাকে ছাড়া আমরা কেন খেলতে চাইব! সে একটা চোট পেয়েছিল, যার কারণে দল ছেড়ে যেতে হয়। পরে সময়মতো ফিরতে পারেনি।'
বেনজেমা যে বিশ্বকাপের দল ছেড়ে চলে যাচ্ছেন সেটিও নাকি জানতেন না ফ্রান্সের বাকি খেলোয়াড়রা, 'আমরা একদিন সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করলাম। সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম, সকালে উঠে শুনেছি করিম চলে গেছে! আমরা অবাক হয়েছিলাম ওর এভাবে চলে যাওয়া দেখে।'
ঘটনা যাই ঘটে থাকুক, সবকিছুই এখন অতীত বেনজেমা এবং লরিসের জন্য। দুজনের কাউকেই আর দেখা যাবে ফ্রান্সের নীল জার্সিতে। তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে যাবে বেনজেমার, যেটি ২০১৮ তেই অধিনায়ক হিসেবে জিতেছেন লরিস।