বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দন জানাননি তেভেজ!

বিশ্বকাপ জয়ের পর অনেক অনেক বার্তাই পেয়েছেন লিওনেল মেসি। সবই তাকে অভিনন্দন জানিয়ে করা নিশ্চয়ই। কিন্তু এত এত বার্তার ভীড়েও একজনের অভিনন্দন পাননি তিনি। আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার, কার্লোস তেভেজ মেসিকে কোনো বার্তা পাঠাননি।
৩৬ বছর বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে গোটা আর্জেন্টিনা। প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। কিন্তু মেসির এক সময়ের আর্জেন্টিনা সতীর্থ এবং ভালো বন্ধু বলে পরিচিত, কার্লোস তেভেজ তাকে কোনো অভিনন্দন জানাননি। এমনকি বিশ্বকাপে তেভেজের সমর্থন ছিলো ফ্রান্সের প্রতি!
আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গে জুটি বেঁধে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিলেন তেভেজ। জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচ খেলে ১৩ গোল করা এই স্ট্রাইকার ক্লাব পর্যায়ে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো ক্লাবে।
কিন্তু নিজের দেশ ছেড়ে ফ্রান্সকে কেন সমর্থন করতে গেলেন তেভেজ! উত্তর দিয়েছেন তিনি নিজেই, 'ফ্রান্স দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে আমার ভালো লাগে। আমি কাতার বিশ্বকাপের খুব বেশি ম্যাচ দেখিনি। তবে ফ্রান্সের কয়েকটা ম্যাচ দেখেছি।'
বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসিকে কোনো বার্তা পাঠাননি বলে জানান তেভেজ, 'আমি মেসিকে অভিনন্দন জানাইনি। কারণ ওর ফোনে আরো অনেক বার্তা যাচ্ছিল। এই ব্যস্ততার মধ্যে আমার বার্তা হয়তো ওর চোখ এড়িয়ে যেতো।'