বিশ্বকাপে নেইমারের সেরাটা দেখায় অপেক্ষায় ব্রাজিল
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ব্রাজিলের। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। খবর এএফপির
ব্রাজিল অন্যতম হট ফেভারিট, যদিও এবারের আসরে চমকের পর চমক দেখাচ্ছে ছোট দলগুলি। এরমধ্যেই জাপান ও সৌদি আরবের মতো এশীয় দলের কাছে গ্রুপ পর্বে হেরেছে জার্মানি ও আর্জেন্টিনা। তাই অভিজ্ঞ ও সম্ভাবনাময়ী কিছু তারকা থাকা সার্বিয়াকে নিয়ে সতর্কই রয়েছে ব্রাজিল।
একইসঙ্গে, টগবগে ও সম্পূর্ণ ফিট নেইমারের মাঠ কাঁপানোর প্রত্যাশা করছে ব্রাজিল। নেইমার আক্রমণভাগে নেতৃত্ব দিলে হেক্সা (ষষ্ঠবার শিরোপা) জয়ের স্বপ্নপূরণও হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ফুটবল বোদ্ধারা সার্বিয়াকে খাটো করে দেখতে নারাজ। সার্গেই মিলিনকোভিচ, সান তাদিচ, দুসান ভ্লাহোভিচ এবং লুকা জোভিচদের মতো খেলোয়াড় যে একাদশে তাকে খাটো করে দেখার সুযোগও নেই। সবমিলিয়ে অঘটন ঘটানোর মতোই বিপজ্জনক সার্বিয়া। সেই ঝুঁকি মাথায় রেখেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কাছে অনেক প্রত্যাশা ব্রাজিলের। যদিও নেইমারের ফর্ম নিয়ে বরাবরের মতো এবারও শঙ্কা রয়েছে।
বিশ্বকাপ আসরে এর আগেও ভাগ্য তার সহায় হয়নি। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে হাড়ে চিড় ধরার ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। আসর থেকেও ছিটকে পড়েন তিনি। এরপর সেমি-ফাইনালে নিজ দেশের মাটিতেই ৭-১ গোলের ব্যবধানে জার্মানির কাছে হেরে চরম অপদস্থ হয় তার দল।
২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক ছিল রাশিয়া। এসময় দ্রুত ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ মিশনের ফেরার চেষ্টা করছিলেন নেইমার। কিন্তু, শেষ আটে বেলজিয়ামের কাছে হারের পর আর এগোনো হয়নি ব্রাজিলের।
এবার অবশ্য আশায় বুক বাঁধতেই পারেন নেইমার। ৩০ বছরের এ ফুটবলার ক্লাব ফুটবলের মওসুমের শুরুটা করেছেন দুর্দান্ত। প্যারিস-সেইন্ট জার্মেইনের হয়ে ২০ ম্যাচে করেছেন ১৫ গোল। আর সেই ফর্ম নিয়েই ফিরেছেন জাতীয় দলে।
ব্রাজিলের বিশ্বকাপ তরীর অভিজ্ঞ কাপ্তান থিয়াগো সিলভা গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, "আমি মনে করি, নেইমার দারুণ ফর্ম নিয়ে প্রতিযোগিতায় এসেছে। এবার তাঁর বিশ্বকাপ প্রস্তুতি অন্যরকম। ২০১৪ সালে সে দারুণ খেলছিল- কিন্তু ইনজুরি তাকে থামিয়ে দেয়। ২০১৮ সালের আসরেও একটি গুরুতর পুরোনো চোটের কারণে সে বেশি খেলতেই পারেনি। নেইমার এখন ইনজুরিতে নেই, তাই এবারের ব্যাপারটাই আলাদা। সে এখন অনেক বেশি প্রস্তুত"।
গ্রুপ জি'র খেলায় সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষেও খেলবে ব্রাজিল। আজকে সার্বিয়ার বিরুদ্ধেসহ এ তিন ম্যাচে আর দুটি গোল করলেই জাতীয় দলের হয়ে পেলের ৭৭টি গোল করার রেকর্ডের সাথে সমতায় আসবেন নেইমার।
শুধু নেইমারের কাঁধেই অবশ্য আক্রমণের দায়ভার চাপাননি কোচ তিতে। এজন্য তাঁর কাছে আছে রিয়েল মাদ্রিদের জুটি ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোর মতো খেলোয়াড়ও।
ব্রাজিলের ক্যাপ্টেন সিলভা বলেছেন, 'আমার মতে, এই খেলোয়াড়েরা আক্রমণের দায়িত্ব ভাগ করে নিয়ে ওর (নেইমার) জন্য সুযোগ তৈরি করবে।
