সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২০ রান
টেস্ট এবং ওয়ানডে সিরিজ জেতা হয়েছে আগেই। এবার টি-টোয়েন্টি সিরিজ জেতার পালা। প্রথম ম্যাচ জিতে সে পথে এক ধাপ এগিয়েই ছিল বাংলাদেশ। বুধবার সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১২০ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় ৬টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে ৭ উইকেটে ১১৯ রানে শেষ হয়েছে জিম্বাবুয়ের ইনিংস।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ১২ রানেই ওপেনার তিনাশে কামুনহুকামুইকে ফিরিয়ে দেন শফিউল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পাওয়া আল আমিন হোসেন। অবশ্য শুরুতেই উইকেট হারানোর চাপ বুঝতে হয়নি। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন।
২৯ রান করা আরভিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আফিফ হোসেন। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই আরভিনকে ফিরিয়ে দেন ডানহাতি এই অফ স্পিনার। শন উইলিয়ামস টিকতে পারেননি। আরেক ডানহাতি অফ স্পিনার মাহেদী হাসানের বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং হন জিম্বাবুয়ের অধিনায়ক।
এর মাঝেও একপাশ আগলে রাখেন ইনিংস উদ্বোধন করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্রেন্ডন টেলর। উইলিয়ামসের বিদায়ে পর সিকান্দার রাজাকে সাবলীল মনে হচ্ছিল। কিন্তু ১২ রান করেই মোহাম্মদ সাইফউদ্দিনের শিকারে পরিণত হতে হয় জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যানকে।
শুরু থেকে শেষপর্যন্ত টেলরই যা লড়াই করেছেন। জিম্বাবুয়ের ডানহাতি অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৯ রানের হার না মানা এক ইনিংস খেলেন। বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, মাহেদী ও আফিফ।
