ম্যারাডোনার স্মরণে মেসির গোল উদযাপন

লিওনেল মেসির যখন নামডাক ছড়াতে শুরু হয়েছে, তখন তার আরও একটি পরিচয় ছিল। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে বলা হতো 'নতুন ম্যারাডোনা'। যার ছায়া থাকার জন্য নতুন পরিচয়, সেই ম্যারাডোনাই পরবর্তীতে মেসির ভক্ত হয়ে ওঠেছিলেন। মেসির সঙ্গে খেলতে পারেননি বলে আফসোসও করতে দেখা গেছে সদ্য প্রয়াত আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে।
গতি, ছন্দ, ড্রিবলিং আর বা পায়ের কাজে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে দারুণ মিল মেসির। অগ্রজের সঙ্গে নিজের তুলনায় বিব্রত হলেও মেসির নিশ্চয়ই ভালো লাগে কিংবদন্তির পাশে নিজের নাম দেখে। এমন একজন মানুষের শ্রদ্ধায় মেসি পরিকল্পনা করে রোববার মাঠে নেমেছিলেন। গোল করার পর ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে উদযাপন করেছেন মেসি।
এক ম্যাচ পর লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই ম্যাচে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন মেসি। গোল করেই বার্সার জার্সি খুলে ফেলেন মেসি। বার্সার জার্সির নিচে নিওয়েলসের ১০ নম্বর জার্সিটি পরেছিলেন মেসি। ম্যারাডোনার মতো দুই হাত উপরে তুলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাকে।
আর্জেন্টাইন এই ক্লাবটির হয়ে একটি মৌসুম খেলেন ম্যারাডোনা। মেসিও ক্লাবটিতে খেলেছেন। এই ক্লাবে ৬ বছর খেলার পর বার্সায় যোগ দেন তিনি। ম্যারাডোনার প্রতি শদ্ধা জানাতে তাই এই ক্লাবটিকেই বেছে নিয়েছেন মেসি। ১৯৯৩-৯৪ মৌসুমে নিওয়েলসের হয়ে খেলেন ম্যারাডোনা। মেসি এই ক্লাবে নাম লেখান ১৯৯৪ সালে। এই ক্লাবের হয়ে ম্যারাডোনার অভিষেক ম্যাচ মাঠে বসেই দেখেছিলেন মেসি।
মজার ব্যাপার হচ্ছে শ্রদ্ধা জানানোর ম্যাচে ম্যারাডোনার মতোই একটি গোল করেছেন মেসি। নিওয়েলসের হয়ে অভিষেক ম্যাচে ম্যারাডোনা ডি-বক্সের বাইরে থেকে যেভাবে গোল করেছিলেন, ওসাসুনার বিপক্ষে মেসি ঠিক একইভাবে গোল করেছেন। এরপর ম্যারাডোনার সেই ১০ নম্বর জার্সিতে একইভাবে উদযাপন করেন মেসি।
দুই সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। গত বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের। মস্তিষ্কে অস্ত্রোপচারের আটদিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যারাডোনা।