টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে জেমকন খুলনা। মাহমুদউল্লাহ-সাকিবদের আজকের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। জয়ে ফেরার মিশনে টস হেরেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতে তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি বেলা দেড়টায় শুরু হয়েছে।
খুলনার জন্য আজকের ম্যাচটি ছন্দে ফেরার। সর্বশেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহী বিপক্ষে হার মানে দলটি। আরিফুল হকের শেষ ওভারের ব্যাটিং শোতে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ছন্নছাড়া দেখিয়েছে খুলনাকে। নিজের চেনা রূপ খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহরাও রানের দেখা পাননি এখন পর্যন্ত।
অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে দাপুটে শুরুটা করেছে গাজী গ্রুপ চট্টগ্রামে। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে উড়িয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় তারা। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাসের ব্যাটেই জয়ের খুব কাছে পৌঁছে যায় চট্টগ্রাম। এরআগে বল হাতেও ছড়ি ঘোরান চট্টগ্রামের মুস্তাফিজ, শরিফুল, নাহিদুলরা।
প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম। একাদশে একটি পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন কুমার দাস, শামসুর রহমান শুভ, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জেমকন খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শহীদুল ইসলাম ও রিশাদ হোসেন।