লকডাউনে দৈনিক আড়াই ঘণ্টা চলবে ব্যাংকিং কার্যক্রম
একইসঙ্গে, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পুঁজিবাজার খোলা রাখার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক

আগামী ৫-১১ এপ্রিল পর্যন্ত চালু হতে চলা লকডাউনের কালে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে বেলা ১২.৩০টা পর্যন্ত চলবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম।
আজ বিকালে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পুঁজিবাজার খোলা রাখার কথা জানানো হয়।
এর আগে দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিপজ্জনক রূপ ধারন করায় সরকার আগামীকাল সোমবার থেকে ৭ দিনব্যাপী লকডাউনের ঘোষণা দেয়।