সামরিক অভিযানকে ন্যায্যতা দিতেই কি পরমাণু অস্ত্রের গল্প?
যুক্তরাষ্ট্রের ওপর আসন্ন হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ও তার শীর্ষ উপদেষ্টাদের একজনের মধ্যে দৃশ্যমান মতবিরোধ সৃষ্টি করেছে এই ইস্যু। এটি এমন একটি সংকট যা মনে করিয়ে দিচ্ছে কয়েক দশক আগের মধ্যপ্রাচ্যের আরেকটি সংকটে রিপাবলিকান হোয়াইট হাউসের বিতর্কের প্রতিধ্বনি । কেননা এর আগেও এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র।
