মাছের খাবার, পানির মান ও তাপ নিয়ন্ত্রণ করবে মোবাইল অ্যাপ
মাছ চাষের আধুনিক সব প্রযুক্তির প্রদর্শনী হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে। নতুন প্রযুক্তির পাশাপাশি নিরাপদ প্রাকৃতিক চাষ পদ্ধতির উপস্থাপনও হয়েছে এতে। দুই দিনের আন্তর্জাতিক ফিশ ফেস্টিভ্যালে ব্লু ইকোনমি, জলজ প্রাণি রপ্তানি, নিত্যনতুন চাষ পদ্ধতি ও মাছ সম্পর্কিত ৩৫০ গবেষণা প্রবন্ধ তুলে ধরা হয়।
