ভারতের গুহা থেকে উদ্ধার হওয়া রুশ মা ও দুই সন্তানকে ঘিরে রহস্য আরও বাড়ছে 

নিনা কুটিনা এএনআইকে বলেন, ‘আমরা সেখানে মরতে যাইনি। আমি আমার সন্তানরা সেখানে খুব সুখী ছিল, ঝর্ণায় সাঁতার কাটত, শোয়ার জন্য খুব ভালো জায়গা ছিল, শিল্পকলা শিখত।’