ফোরদোর চেয়েও গভীরে হওয়ায় একটি স্থাপনায় 'বাঙ্কার-বাস্টার' ফেলেনি যুক্তরাষ্ট্র, এখনও অক্ষত ৬০% ইউরেনিয়াম
বি-২ বোমারু বিমান থেকে ইরানের ফরদো ও নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে এক ডজনেরও বেশি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হলেও, ইসফাহানে শুধু সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।