কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে
কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস-এর এক পর্বে কিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ডাকাতির রাতে তিনি নিজের জীবনের জন্য ভয় পেয়েছিলেন। পরে জানান, এ ঘটনা তাকে ‘কম ভোগবাদী’ করে তুলেছে।