‘আমি নারী, আমি সব পারি’

ওঁরা খোলা চুলে দাপিয়ে বেড়ায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তজুড়ে, প্রাণখুলে হাসে, গলা চড়িয়ে গান ধরে। এখন ‘অসূর্যম্পশ্যা’ শব্দখানা অপ্রচলিত, কারো কারো কাছে দুর্বোধ্য আর খানিকটা অবাস্তবও বটে। মহাকাশ...