গ্রেপ্তারের পর মিয়ানমারের কবির অঙ্গপ্রত্যঙ্গবিহীন লাশ ফেরত

খেত থি'র স্ত্রী জানান, গত শনিবার সাগাইং অঞ্চলের শেবো শহর থেকে সশস্ত্র সৈনিক ও পুলিশেরা এসে তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়