রিকামবেন্ট বাইসাইকেল: এই বাহনের কথা কি আমরা জানি?
রিকামবেন্ট বাইসাইকেল চালাতে হয় হেলান দিয়ে বসে। এর গতি সাধারণ সাইকেলের চেয়ে বেশি। অনেকের কাছে এই সাইকেল চালানো বেশি আরামদায়কও মনে হয়। কিন্তু তারপরও রিকামবেন্ট সাইকেল আজকাল দেখা যায় না বললেই চলে। কেন?