সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা
বল দখল বা আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু জালের দেখা না মেলায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ফুটবল দলকে। মালদ্বীপের বিপক্ষে ওই হারের পর দল নিয়ে বেশ সমালোচনা হয়, কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের আক্রমণভাগকে। ম্যাচ হারলেও পুরো ম্যাচে দাপট ছিল ঘরের মাঠের দলটিরই। এরপরও দল নিয়ে সমালোচনা হওয়ায় সংবাদমাধ্যমের ওপর চটেছেন হাভিয়ের কাবরেরা। এটাকে অন্যায় বলছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ।