সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 04:20 pm
Last modified: 17 November, 2024, 04:24 pm

বল দখল বা আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু জালের দেখা না মেলায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ফুটবল দলকে। মালদ্বীপের বিপক্ষে ওই হারের পর দল নিয়ে বেশ সমালোচনা হয়, কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের আক্রমণভাগকে। ম্যাচ হারলেও পুরো ম্যাচে দাপট ছিল ঘরের মাঠের দলটিরই। এরপরও দল নিয়ে সমালোচনা হওয়ায় সংবাদমাধ্যমের ওপর চটেছেন হাভিয়ের কাবরেরা। এটাকে অন্যায় বলছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ। 

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

টিবিএস রিপোর্ট
16 November, 2024, 08:15 pm
Last modified: 17 November, 2024, 01:50 pm

রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই বাবন সিংকে কাঁধে তুলে নিলেন এক সতীর্থ। যার গোলে সবার মুখে হাসি ফুটলো, তাকে তো এভাবেই মাথায় তুলে রাখাই যায়। এরপর বাংলাদেশের বাকি ফুটবলাররা জড়ো হয়ে গোল হয়ে দাঁড়ালেন, লাফিয়ে-গলা ফাটিয়ে চললো তাদের উদযাপন। উচ্ছ্বাসের রেশ মাঠে থাকলো আরও কিছুক্ষণ। না, কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে পাওয়া এই জয়টি স্বস্তির, এই জয়টি বিশ্বাস হারিয়ে যেতে না দেওয়ার আনন্দের।  

নির্বাসন থেকে ফেরা মালদ্বীপের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2024, 08:20 pm
Last modified: 13 November, 2024, 09:09 pm

ম্যাচ শেষ, টিভি ক্যামেরায় গ্যালারি দেখানো হচ্ছিল। স্বভাবতই সবখানে নিরবতা, ঘরের মাঠেই বাংলাদেশ যে ম্যাচটা হেরে গেছে। এর মাঝে ক্যামেরায় দেখা গেল বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। এই অভিজ্ঞতা হোক, নিশ্চয়ই সেটা চাওয়া ছিল না দেশের নব-নির্বাচিত ফুটবল প্রধানের। সভাপতি নির্বাচিত হয়ে মাঠে যাওয়ার প্রথম ম্যাচেই দেখলেন দলের হতাশা জাগানো হার। 

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

টিবিএস রিপোর্ট
24 September, 2024, 09:40 pm
Last modified: 25 September, 2024, 01:37 pm

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিয়ে আলোচনা অনেক দিনের। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার দেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানানোর পর শুরু হয় প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে, বাংলাদেশের জার্সি গায়ে তোলার পথে আরেকটু এগিয়েছেন হামজা।

লেস্টারের এই রাইট ব্যাককে বাংলাদেশ দলে খেলানোর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই অনাপত্তিপত্র পাওয়া গেছে। সোমবার বিষয়টি নিশ্চত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

টিবিএস ডেস্ক
19 September, 2024, 11:40 pm
Last modified: 21 September, 2024, 04:09 pm

দুটি প্রীতি ম্যাচে জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে ভুটান গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে নিষ্প্রাণ ফুটবল খেলা বাংলাদেশকে মাঠ ছাড়তে হয় হার নিয়ে। ভুটান সফরে লক্ষ্য পূরণ হয়নি, উল্টো এক ম্যাচ হারে ক্ষতিই হলো হাভিয়ের কাবরেরার দলের। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার চেষ্টা করে পিছিয়ে পড়লো বাংলাদেশ। 

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে জামাল-মোরসালিনদের দল, বর্তমানে ১৮৬ নম্বরে আছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে পেছালেও রেটিং পয়েন্ট বেড়েছে, ০.০৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। 

ভুটানের বিপক্ষে এবার হেরে গেল বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2024, 09:25 pm
Last modified: 08 September, 2024, 09:26 pm

প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো ছিল না। ভুটানের উচ্চতায় ভুগেছেন বাংলাদেশের ফুটবলাররা, ধরে রাখতে পারেননি দম। এরপরও ভাগ্যের সহায়তায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়াই-ই করতে পারলো না সফরকারীরা। নিষ্প্রাণ ফুটবল খেলা দলটি শেষ দিকে গোল হজম করে মাঠ ছাড়লো হার নিয়ে। 

মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2024, 09:00 pm
Last modified: 07 September, 2024, 01:16 pm

ভুটানের রাজধানী থিম্পু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ফুট ওপরে অবস্থিত। উচ্চতার কারণে কিছুটা শঙ্কা ছিল বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে। খাপ খাওয়ানোর জন্য এক সপ্তাহ আগেই ভুটান গেলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল জামাল-তপুদের।

বড় হারে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় বাংলাদেশের

টিবিএস রিপোর্ট
12 June, 2024, 12:25 am
Last modified: 12 June, 2024, 12:26 am

বড় হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত এক হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙিয়েছেন লেবানন অধিনায়ক হাসান মাতুক, অন্য গোলটি এসেছে নাদের মাতারের পা থেকে।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ব্যবধান কমাল বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 07:30 pm
Last modified: 08 June, 2024, 01:26 pm

মেলবোর্নে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। প্রায় সাত মাস পর আজ দ্বিতীয় লেগে বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল হারের ব্যবধান কমানোর। বসুন্ধরা কিংস অ্যারেনায় এবার ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

কিংস অ্যারেনাতে আজ বাংলাদেশকে বেশ চাপে রাখে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ৭৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবরাবর অস্ট্রেলিয়া নেয় চার শট। 

সেই পুরোনো রোগ, শেষ মুহূর্তের গোলে ফিলিস্তিনের কাছে বাংলাদেশের হার

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 05:55 pm
Last modified: 26 March, 2024, 07:13 pm

সেই পুরোনো রোগ, শেষ মুহূর্তে গোল খাওয়ার চিরকালীন অভ্যাস আরেকবার হতাশায় ডোবালো বাংলাদেশকে। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ৯৪ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। 

পাঁচদিন আগেই এই ফিলিস্তিনের কাছে পাঁচ গোল হজম করেছিলেন জামাল ভূঁইয়ারা। আজ বসুন্ধরার কিংস এরেনায় নিজেদের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটিকে প্রায় আটকেই দিয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু হৃদয় ভেঙেছে ম্যাচের যোগ করা সময়ে। 

Pages