ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মধুখালীর মেছোরদিয়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেছোরদিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের সোহরাফ মাতুব্বর (৪৫)। আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মেছোরদিয়া মোড়ে ব্যাটারিচালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ পাঁচ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসচালক ও তার সহোযোগীরা পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।