বৃষ্টির মধ্যেই নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সমাবেশ, সরকারের পদত্যাগের দাবি

ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধানমন্ডির আবাহনী মাঠের সামনে সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়।
বক্তব্যে বলা হয়, "আজকে ছাত্রদের কোটা সংস্কার দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং তা দমনে নির্বিচারে হত্যাকান্ড চলেছে। এখন শিল্পী সমাজের প্রতিবাদ করার সময় এসেছে বলে মনে করি।"
এছাড়াও শিল্পীরা তিনটি দাবিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী ও গণগ্রেপ্তার বন্ধ করে অবিলম্বে আটককৃতদের মুক্তি দিতে হবে। কারফিউ তুলে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এছাড়াও ছাত্রদের হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি করেন তারা।
থিয়েটার কর্মী তারিন বলেন, "আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, একটা মানসিক অশান্তির মধ্যে যাচ্ছি। সব সময় নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। আমরা এর সমাধান চাই; নিরাপদভাবে থাকতে চাই।"
শিল্পী ও থিয়েটার কর্মী ছাড়াও লেখক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ ও অভিভাবকদের অনেকেই সমাবেশে যোগ দেন।