পিএসজিকে বিদায় বললেন সের্হিও রামোস

ইউরোপিয়ান ফুটবলে শেষ হতে যাচ্ছে আরেকটি মৌসুম। আর প্রতিবারের মতোই মৌসুম শেষে বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড়রাও বিদায় নিচ্ছেন।
এবার বিদায়ীদের তালিকায় যুক্ত হয়েছেন সের্হিও রামোস। পিএসজির হয়ে আজই নিজের শেষ ম্যাচ খেলবেন স্প্যানিশ ডিফেন্ডার, নিশ্চিত করেছেন রামোস নিজেই।
দুদিন আগেই পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, লিওনেল মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন শনিবার ক্লেরমন্তের বিপক্ষে। পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ গালতিয়েরের কথার সঙ্গে দ্বিমত পোষণ করে। এতে মেসির পিএসজি ছাড়া নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
তবে রামোসের ক্ষেত্রে তেমন কিছু হচ্ছে না। ৩৭ বছর বয়সী ডিফেন্ডার নিজেই জানিয়েছেন, দুই বছর খেলার পর প্যারিসের ক্লাবটি থেকে বিদায় নিচ্ছেন তিনি, 'আগামীকালের (আজকের) দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাবো। পিএসজিকে বিদায় বলার সময় এসেছে।'
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস চোটের সঙ্গে লড়েছেন।
একপর্যায়ে কোনো ম্যাচ না খেলেই তাড় বিদায়ের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেসব পেছনে ফেলে গত দুই বছর পিএসজিতেই ছিলেন রামোস। ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, জিতেছেন দুটি লিগ শিরোপাও।
পিএসজির পর রামোসের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রামোস। তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই মৌসুমের শেষে।