গালোয়ান সংঘাতে আহত ৭৬ ভারতীয় সেনা সদস্য

পূর্ব লাদাখের গালোয়ান সংঘর্ষে আহত ৭৬ জন ভারতীয় সেনা এখনও হাসপাতালে ভর্তি। তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তারা দ্রুত কাজে যোগ দিতে পারবেন বলে ধারণা করছে ভারতীয় সেনা সদর। সেনাসূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৮ জন জওয়ান লেহ'র সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁরা মোটামুটি দিন ১৫-র মধ্যে কাজে যোগ দিতে পারবে। আরও ৫৮ জন জওয়ান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আঘাত সামান্য। ফলে তারাও এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরবে বলে আশা ওই সূত্রের। খবর হিন্দুস্তান টাইমসের।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তিনদিন আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মেজর পর্যায়ের কর্মকর্তাসহ ১০ জন ভারতীয় জওয়ানকে ছেড়ে দিয়েছে চীনা সেনাবাহিনী। বিষয়টি নিয়ে সরকারিভাবে অবশ্য এখনও মুখ খোলেনি ভারত।
তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গালোয়ান সংঘর্ষে কোনও জওয়ান নিখোঁজ নেই। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও একই কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'বৃহস্পতিবার বিকেলে সেনা এটা পরিষ্কার করে দিয়েছে যে কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই।' একইসঙ্গে চীনের যাবতীয় গতিবিধি প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে সীমাবদ্ধ রাখার জন্য সাউথ ব্লকের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।
এদিকে, গালোয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনে গত বৃহস্পতিবার উপত্যকার প্যাট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে ভারতীয় এবং চীনা সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।
নাম গোপন রাখার শর্তে ভারতীয় সেনার কর্মকর্তা বলেন, 'সংঘর্ষের পরে সীমান্ত পরিস্থিতি দীর্ঘক্ষণ আলোচনা করে দু'পক্ষ। আগামীতে আরও বৈঠকের বিষয়ে একমত হয়েছেন তারা। বিভিন্ন পর্যায়ের আরও বৈঠক হবে।'