জাতীয় উদ্ভিদ উদ্যানে হয়ে গেল পাখির দেখার প্রতিযোগিতা ‘আরবান বার্ড রেস’

প্রকৃতি ও প্রাণীপ্রেমীদের নিয়ে রাজধানীতে হয়ে গেল আরবান বার্ড রেস নামক ব্যতিক্রমধর্মী পাখি দেখে শনাক্ত করার প্রতিযোগিতা।
জাতীয় উদ্ভিদ উদ্যানে আয়োজিত এই প্রতিযোগিতায় নিবন্ধিত ব্যক্তিরা ৩-৪ জনের দলে বিভক্ত হয়ে নির্ধারিত দুই ঘণ্টা সময়ে পাখি দেখেছেন, শনাক্ত করেছেন এবং তা তালিকা করেছেন। নির্ধারিত সময়ে যে দল সবচেয়ে বেশি প্রজাতির পাখি দেখেছেন তার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সেইভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার-এর (সোয়ান) পক্ষ থেকে এবং ক্রিসেন্ট লুঙ্গির পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেইসাথে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকা) এবং জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক জনাব শওকত ইমরান আরাফাত, সোয়ানের প্রেসিডেন্ট আদনান আজাদসহ দেশের খ্যাতনামা বন্যপ্রাণী আলোকচিত্রী ও প্রাণিগবেষক, প্রাণী স্বেচ্ছাসেবী এবং আগ্রহী জনসাধারণ।
প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন)। সেইসাথে বিচারক প্যানেলে আরও ছিলেন প্রাণী সংরক্ষক ও লেখক সরওয়ার পাঠান এবং প্রাণী গবেষক ও লেখক আশিকুর রহমান সমী।

বার্ড রেসে বিজয়ীদের পুরস্কার দেয়ার পাশাপাশি সোয়ানের পক্ষ থেকে দেশের বন-প্রকৃতি ও প্রাণী রক্ষায় নিবেদিত কিছু মানুষকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যারা
তানিয়া খান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন মাহমুদুল বারী। ড. আনিসুজ্জামান মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ এন্থুসিয়াস্ট অভ দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান সমী। সেরা ওয়াইল্ডলাইফ অরগানাইজেশন অভ দ্য ইয়ার সম্মাননা পেয়েছে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ। ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন বিশ্বজিত ভট্টাচার্য বাপন। মাদার অভ অ্যানিমেল কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নায়লা নাঈম। বেস্ট ওয়াইল্ডলাইফ ইনফ্লুয়েন্সার অভ দ্য ইয়ার সম্মাননা পেয়েছে ডগো সেইজ (DOGGO SAGE)। বছরের সেরা ওয়াইল্ডলাইফ কনজারভেটর (সরকারি কর্মকর্তা) সম্মাননা পেয়েছেন নিগার সুলতানা। জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষে বেস্ট আরবান বার্ড স্যাংচুয়ারি অ্যাওয়ার্ড সম্মাননা গ্রহণ করেন শওকত ইমরান আরাফাত। অ্যাম্বাসেডর ওফ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি সম্মাননা পেয়েছেন সোফিয়া জামান। বেস্ট অথর অন ওয়াইল্ডলাইফ সম্মাননা পেয়েছেন ফরিদী নুমান।
এছাড়াও বেস্ট রেস্কিউয়ার হিসেবে কামরুন নাহার কণা, বেস্ট সোয়ান ইউনিট হিসেবে সোয়ান রাজশাহী ইউনিট, অ্যানিমেল সেইভার হিসেবে রকের নেতৃত্বে সোয়ানের মিশন সেন্টমার্টিন সদস্যদের সম্মাননা দেন সোয়ান প্রেসিডেন্ট আদনান আজাদ।
দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের স্বার্থে দলমত, ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার এবং প্রকৃতি রক্ষায় জনসচেতনতার ব্যাপারে অনুষ্ঠানে বক্তারা গুরত্ব আরোপ করেন।